আপনার উপর শান্তি বর্ষিত হোক -
টিউনার পেজ এ এটি আমার প্রথম পোষ্ট। আমি চেষ্টা করব ধারাবাহিক ভাবে অফিস ২০১৩ এর সবগুলি ফিচার এর টিউটোরিয়াল দিতে। জানিনা পোষ্ট গুলি কতটা সাহায্যকারী হবে, তবে আমার বিশ্বাস আপনাদের কাজে লাগবে। কেননা টিউটোরিয়াল এর সাথে প্রচুর প্রোজেক্ট ওয়ার্ক ও থাকবে। আর অফিস ২০০৭ থেকে যেমন ভিউ এসেছে তাতে করে মুখুস্ত করার কিছু নেই... কেবলই প্রয়োগ। যাই হোক, এখন আমরা জেনে নেই অফিস এর নতুন প্রকাশনায় কি কি ফিচার রয়েছে -
ফিচার গুলি দেখার পূর্বে অফিস ১৩ আপনার পিসি তে লোড করে নিতে ভুলবেন না। যদি তা আপনার সংগ্রহে না থাকে তবে টুইনার পেজ থেকে সার্চ করে ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারেন। এখানেও যদি বার্থ হন তবে চিন্তার কোন কারন নেই, কেননা পরবর্তী টিউটোরিয়াল ইন্সটল পদ্দথি দিয়েই শুরু করবো। আজ এ পর্যন্ত। পরবর্তীতে দেখা হবে টিউটোরিয়াল সহ। সবাইকে রইল গভীর রাতের শুভেচ্ছা।
No comments:
Post a Comment